চাঁদা না দেয়ায় হাতের কবজি হারালেন প্রবাসী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাবিকৃত চাঁদা না পেয়ে মো. সালাউদ্দিন (৩২) নামের এক প্রবাসীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়। এতে তাঁর বাঁ হাতের কবজি কেটে যায় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকায় কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহত সালাউদ্দিন আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতের স্বজনদের অভিযোগ, দাবিকৃত চাঁদা না দেওয়ায় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবীরা এ হামলা চালিয়েছে।

আহত সালাউদ্দিনের মামা আবদুল কাদের জানান, সালাউদ্দিন দীর্ঘদিন তাঁর মায়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ছিলেন। প্রায় এক বছর আগে তিনি দেশে ফেরেন। আগামী সেপ্টেম্বর মাসে তাঁর কাতারে যাওয়ার কথা ছিল। বর্তমানে তাঁর মা দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন।

আবদুল কাদের জানান, গত তিন-চার মাসে সালাউদ্দিন তাঁদের গ্রামের নিজ বাড়ির কিছু পৈতৃক সম্পত্তি বিক্রি করেন। ওই সম্পত্তি বিক্রি করায় স্থানীয় একদল সন্ত্রাসী ও মাদকসেবী তাঁর কাছে চাঁদা দাবি করে আসছে। সালাউদ্দিন চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর সঙ্গে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সালাউদ্দিন সন্ত্রাসীদের কাছ থেকে বাঁচতে তাঁর মায়ের পরামর্শে কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নেন।

আবদুল কাদের অভিযোগ করেন, আজ বেলা পৌনে ১১টার দিকে সালাউদ্দিন মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কন্ট্রাক্টর পোলের জয়নাল আবেদিন স্কুল এলাকায় রিদনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এ সময় তারা এলোপাতাড়ি কোপাতে শুরু করে। হামলায় সালাউদ্দিনের বাঁ হাতের কবজি গুরুতরভাবে জখম হয় এবং কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তারা সালাউদ্দিনের কাছে থাকা পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হামলায় সালাউদ্দিন গুরুতর আহত হয়েছেন। তাঁর কবজি কাটা হয়নি, তবে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছে এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

** পুলিশের সামনেই সাংবাদিককে পেটালো চাঁদাবাজরা
** চাঁদাবাজির লাইভের পর সাংবাদিককে গলা কেটে হত্যা
** রাজধানীতে ছয় মাসে ৪১৯ চাঁদাবাজির মামলা
** খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, অর্থ জব্দ
** চাঁদার জন্য বর্বরভাবে ব্যবসায়ীকে খুন!
** চাঁদা না পেয়ে বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা
** ‘ভোট দিয়েছেন নৌকায়, ১ লাখ টাকা পাঠান’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!