চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এছাড়া বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এনবিআরের নির্দেশনা অমান্য করে কাস্টম হাউস বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি এনবিআরের সামনে ২৮ জুন ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নিয়েছেন। মূলত কাস্টম হাউসের কার্যক্রম বন্ধ রেখে রাজস্ব, আমদানি-রপ্তানির ক্ষতি করায় তাঁকে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেন। এনবিআর থেকে গত ১৮ জুন রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এনবিআর ও এনবিআরের আওতাধীন সব কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেট ও কর অফিস ২১ ও ২৮ জুন শনিবার খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু কমিশনার মো. জাকির হোসেন সেই নির্দেশনা অমান্য করে ২৮ শনিবার ও ২৯ জুন রোববার চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম বন্ধ রেখেছেন। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্থ করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করেছেন। যার ফলে তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সেজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৩৯(১) অনুযায়ী চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগপূর্বক চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সূত্রমতে, সরকার পরিবর্তন, আন্দোলন, বিক্ষোভ, গণঅভ্যুত্থান, দুর্ভিক্ষ, করোনা মহামারীসহ সব সংকটে দেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম কাস্টম হাউস কোনোদিন বন্ধ হয়নি। তবে শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার মো. জাকির হোসেন কাস্টম হাউসের সব কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় এনবিআরের চলমান আন্দোলনে পাঠিয়ে দেন। তিনি নিজেও চট্টগ্রাম কাস্টম হাউসের সব কার্যক্রম বন্ধ করে ঢাকায় আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানা গেছে। এই নিয়ে গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে তথ্য দিয়েছে। যার ফলে সরকার তাঁকে বরখাস্ত করেছে বলে জানা গেছে।
এনবিআ বিলুপ্তির অধ্যাদেশ সংশোধনের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানানোর গত প্রায় দুই মাসব্যাপী আয়কর, ভ্যাট ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে আসছে। কলম বিরতি, অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সর্বশেষ ২৮ ও ২৯ জুন লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হয়েছে। এই দুইদিন সারাদেশের ভ্যাট, কাস্টমস ও কর অফিসের কার্যক্রম বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা এনবিআরের সামনে আন্দোলনে অংশ নেয়। সরকার বারবার অনুরোধ করার পরও কার্যক্রম চলমান ছিলো। এতে রাজস্ব আদায়, আমদানি-রপ্তানি ও সেবা প্রদানে বিঘ্ন ঘটে। সর্বশেষ সরকারের আশ্বাসে ব্যবসায়ীদের মধ্যস্থতায় ২৯ জুন সন্ধ্যায় ঐক্য পরিষদ সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
দেশের সবচেয়ে বড় চট্টগ্রাম কাস্টম হাউস ২০২৪–২৫ অর্থবছরে রাজস্ব আদায় করেছে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা। আগের অর্থবছরে এ অঙ্ক ছিল ৬৮ হাজার ৭৫৫ দশমিক ৭ কোটি টাকা। বছরে রাজস্ব আদায় বেড়েছে ৬ হাজার ৬৭৬ দশমিক ৩ কোটি টাকা বা ৯ দশমিক ৭১ শতাংশ।