নাগরিকদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে সরকার বিভাগীয় পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার দপ্তর চালুর উদ্যোগ নিয়েছে। স্বাধীনতার পাঁচ দশক পর প্রথমবারের মতো চট্টগ্রামে একটি কনস্যুলার দপ্তর চালু করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দপ্তরটি চালু হলে প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যদের আর বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সত্যায়নের জন্য ঢাকায় যেতে হবে না। ফলে সময় ও খরচ—দুটিই সাশ্রয় হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, গত মাসে সরকারের উচ্চপর্যায়ে চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার দপ্তর চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে ভারত ও পাকিস্তান নাগরিকদের কনস্যুলার সেবা দিতে আঞ্চলিক পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর পরিচালনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখাগুলো রয়েছে কলকাতা, মুম্বাই, চেন্নাই ও গুয়াহাটিতে। অন্যদিকে, পাকিস্তানের ক্যাম্প দপ্তর রয়েছে করাচি, লাহোর, কোয়েটা ও পেশোয়ারে। এসব দপ্তর কনস্যুলার সেবার পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্বও পালন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম জানান, চট্টগ্রামে আঞ্চলিক অফিস চালুর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রবাসী ও সাধারণ নাগরিকদের কনস্যুলার সেবা সহজ করতে এ দপ্তর চালু করা হবে। শুরুতে একজন পরিচালকের নেতৃত্বে কয়েকজন স্টাফ নিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হবে। বর্তমানে দপ্তর চালুর প্রাথমিক প্রস্তুতি চলছে।
সচিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আঞ্চলিক দপ্তর চালু হলে কনস্যুলার সেবার পাশাপাশি চট্টগ্রামে সহকারী ভারতীয় হাইকমিশনের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম সমন্বয়ের সুযোগ তৈরি হবে। এছাড়া দপ্তরটি আঞ্চলিক পর্যায়ে আন্তর্জাতিক সফর, প্রতিনিধিদলের সমন্বয় এবং অন্যান্য প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রমও পরিচালনা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে দপ্তর চালু হলে বৃহত্তর চট্টগ্রাম বিভাগের মানুষ সরাসরি কনস্যুলার সেবা নিতে পারবেন। বর্তমানে নথিপত্র সত্যায়নের মতো সেবার জন্য তাঁদের ঢাকায় যেতে হয়। নতুন আঞ্চলিক অফিস চালু হলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালীর বাসিন্দারা স্থানীয়ভাবেই এসব সেবা পাবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি সেবার মানও উন্নত হবে।
নাগরিকেরা যেসব সেবা পাবেন
চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত আঞ্চলিক দপ্তরে বিদেশগামী ও বিদেশে কর্মরত নাগরিকদের জন্য প্রয়োজনীয় সব ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হবে। এসব সেবার মধ্যে থাকবে শিক্ষাসনদ, বিবাহ ও আইনি বিভিন্ন সনদ, জন্মসনদসহ ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র সত্যায়ন, পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত সহায়তা এবং প্রবাসী নাগরিক ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় জরুরি সেবা।