ঘুস নিয়ে শুল্ক ছাড়াই পণ্য ছাড়, দুদকের অভিযান

সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সিন্ডিকেট তৈরি করে ঘুসের বিনিময়ে শুল্ক ছাড়া ব্যবসায়ীদের পণ্য ছাড়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা গেছে, দুদক টিম অভিযোগের বিষয়ে সোনামসজিদ শুল্ক স্টেশনের কাস্টমসের যুগ্ম কমিশনার নুর উদ্দিন মিলন এবং সিঅ্যান্ডএফের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে। অভিযানকালে টিম সরেজমিনে আমদানিকৃত কিছু ট্রাকের মালামালের পরিমাপ গ্রহণ করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

** বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে আসছে ভারতীয় পোশাক
** কসমেটিকস আমদানিতে জালিয়াতি, চলছে রাজস্ব ফাঁকি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!