ঘুষের টাকাসহ চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসে এক গোপন অভিযানে দুদকের একটি বিশেষ টিম গ্রেপ্তার হয় বরে সংস্থাটির উপ-পরিচালক মো আক্তারুল ইসলাম জানিয়েছেন।
দুদক জানায়,হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজ-এর প্রোপাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP ছাড়করণের জন্য কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকিও দেন তারা।
পরবর্তীতে আমদানিকারক বিষয়টি দুদককে অবহিত করলে চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও মাইনুদ্দীনকে ঘুষের টাকা ৩০ হাজার টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণসহ আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
** ঘুষ নেওয়ার অভিযোগে কর কমিশনার বরখাস্ত
** প্রকাশ্যে ঘুস গ্রহণ: সহকারী রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
** ঘুস নিয়ে শুল্ক ছাড়াই পণ্য ছাড়, দুদকের অভিযান
** ঘুস দেওয়ায় ২৯৯ কোটি টাকার কর হয়ে গেলো ৩৩ কোটি!
** কর নথি গায়েব: উপকর কমিশনার বরখাস্ত
** নথি গায়েব করে ১৪৬ কোটি ফাঁকি, আসামি ৩ কর্মকর্তা
** কর্মকর্তা বদলিতে ১৪৬ কোটির কর হলো ‘শূন্য’, নথি গায়েব
** প্রতীক গ্রুপকে সুবিধা দিয়ে চাকরি হারালেন দুই কর্মকর্তা
** ‘একজন প্রবাসী শ্রমিক ৭৩১ কোটি টাকা এনে বলছেন এটা করমুক্ত’
** দুই কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর
** তিন সদস্য ও এক কমিশনার বাধ্যতামূলক অবসরে
** সংযুক্তির ৭ দিন পরই কমিশনারকে অবসরে পাঠানো হলো
** অবৈধ সম্পদ: অতিরিক্ত কর কমিশনার মারুফ বরখাস্ত
** ‘প্রভাবশালীকে’ বাঁচাতে ঘুসের টাকাসহ আটক মুকুলকে অবসর!