গ্রিন ফ্যাক্টরি স্বীকৃতি পেল আরও ৩ পোশাক কারখানা

বাংলাদেশের আরও তিনটি পোশাক কারখানা পরিবেশবান্ধব সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এসব কারখানাকে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) নির্ধারিত মান অনুযায়ী নির্মাণ ও পরিবেশবান্ধব উৎপাদনের কারণে ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ প্রদান করা হয়েছে। লিড সনদের জন্য সাতটি সূচকে মোট ১০০ নম্বরের মধ্যে যেসব কারখানা নির্ধারিত মান অর্জন করে, তাদের বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়—৮০ বা তার বেশি নম্বর পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ নম্বর পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ নম্বর হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে নতুন করে সনদ পাওয়া তিনটি কারখানা যুক্ত হওয়ায়, এখন পর্যন্ত দেশে লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৩টিতে। এর মধ্যে ১০৫টি কারখানা পেয়েছে ‘লিড প্লাটিনাম’, ১৩২টি ‘লিড গোল্ড’, ১২টি ‘লিড সিলভার’ এবং চারটি ‘লিড সার্টিফায়েড’ সনদ। নতুন যে তিনটি কারখানা এই তালিকায় যুক্ত হয়েছে, তার মধ্যে কমফিট রেইনবো ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানা ৭৫ পয়েন্ট অর্জন করে ‘লিড গোল্ড’ সার্টিফিকেশন পেয়েছে।

সাইহাম কটন মিলস লিমিটেডের ইউনিট ১ ও ইউনিট ২—উভয় ইউনিটই লিড সিলভার সার্টিফিকেশন অর্জন করেছে, যেখানে প্রতিটি ইউনিট ৫৮ পয়েন্ট পেয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী সর্বোচ্চ রেটপ্রাপ্ত ১০টি লিড কারখানার মধ্যে ৯টি এবং সেরা ১০০টির মধ্যে ৬৮টি বাংলাদেশে অবস্থিত। এই অর্জন দেশের সবুজ কারখানার অগ্রগতিকে আরও দৃঢ় ও শক্ত ভিত্তি প্রদান করছে।

‘গ্রিন ফ্যাক্টরি’ বা পরিবেশবান্ধব কারখানা হলো এমন একটি শিল্প স্থাপনা, যা নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রতিটি ধাপে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমিয়ে আনে এবং প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহারে গুরুত্ব দেয়। এ ধরনের কারখানায় শক্তি ও পানি সাশ্রয়, বায়ুদূষণ হ্রাস, টেকসই উপকরণের ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং কর্মীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব পরিবেশবান্ধব নীতিমালা ও মানদণ্ড পূরণ করলেই কোনো কারখানা গ্রিন ফ্যাক্টরি সনদ অর্জন করতে পারে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!