রাষ্ট্রের একটি গোপন নথি ফাঁস করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) ও উপ কমিশনার মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইভাবে এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল প্রকাশ করায় চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণ করায় এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী মুকিতুল হাসানকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের শুল্ক নিয়ে আলোচনা চলছে এবং নন-ডিসক্লোজড এগ্রিমেন্টের (এনডিএ) আওতায় হওয়ায় কোনো পক্ষই আলোচনার বিষয়বস্তু প্রকাশ করতে পারবে না। এনবিআরের ওই কর্মকর্তা এই আলোচনা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি বাংলা ভাষার একটি গণমাধ্যমে গোপন নথির ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ ও পরবর্তীকালে তা সরিয়ে নেওয়ার খবরও পাওয়া গেছে। যোগাযোগ করা হলে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ওই কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে, বদলির আদেশ প্রকাশ্যে অবজ্ঞাপূর্বক ছিঁড়ে ফেলায় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) উপ-পরিচালক ও উপকর কমিশনার মো. জিল্লুর রহমানকে বরখাস্ত করেছে। বুধবার (১৬ জুলাই) মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে মঙ্গলবার একই অভিযোগে ১৪ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। আন্দোলনকে কেন্দ্র করে এনবিআর চেয়ারম্যানকে কটূক্তি করায় কর অঞ্চল-১০, ঢাকার একজন কর্মকর্চারীকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে আরো সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে বলে জানা গেছে।
** আন্দোলনে এনবিআরের ক্ষতি নিরূপণে আন্ত:মন্ত্রণালয় কমিটি
** এনবিআর চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি, নিরাপত্তা প্রহরী বরখাস্ত
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা
** ‘এনবিআর আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল’
** এনবিআরের পুরো বোর্ড বাদ দিতে চেয়েছিল সরকার
** আন্দোলনকারী আরও শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** এনবিআরের দুই শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** সীমা লঙ্ঘনের ঘটনা ভিন্নভাবে দেখা হবে: চেয়ারম্যান
** চাকরি থেকে বরখাস্তের বদলে বাধ্যতামূলক অবসর
** দুই কমিশনারসহ পাঁচজনের সম্পদ অনুসন্ধানে দুদক
** তিন সদস্য ও এক কমিশনার বাধ্যতামূলক অবসরে
** চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত
** এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে
** ‘সব কিছু ভুলে গিয়ে আমরা রাষ্ট্রীয় স্বার্থে কাজ করবো’
** ঐক্য পরিষদ নেতাসহ ৬ কর্মকর্তা দুদকের জালে
** ‘শাটডাউন কর্মসূচি করুক, কোন বৈঠক হবে না’
** এনবিআর সংকট নিরসনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন
** এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশের পরিকল্পনা
** মার্চ টু এনবিআর স্থগিত
** কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে না ফিরলে কঠোর হবে সরকার
** এনবিআরে দ্বিতীয় দিনেও চলছে শাটডাউন কর্মসূচি
** শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার