বিশ্বের শীর্ষ ভিডিও গেম কোম্পানি টেনসেন্টের বিরুদ্ধে নকলের অভিযোগে মামলা করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। সনির দাবি, তাদের জনপ্রিয় ‘হরাইজন’ গেম সিরিজের প্রায় সব উপাদান অনুকরণ করে তৈরি করা হয়েছে টেনসেন্টের আসন্ন ওপেন-ওয়ার্ল্ড হান্টিং গেম ‘লাইট অব মতিরাম’। গেমটির ঘোষণা আসে ২০২৩ সালের নভেম্বরে। এ সংক্রান্ত খবর প্রথম প্রকাশ করে রয়টার্স, পরে বিষয়টি তুলে ধরে এনগ্যাজেট।
সনির দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, তাদের জনপ্রিয় গেম হরাইজন জিরো ডন, হরাইজন ফরবিডেন ওয়েস্ট এবং লেগো হরাইজন অ্যাডভেঞ্চারস-এর একাধিক বিশেষ ও গুরুত্বপূর্ণ উপাদান ‘লাইট অব মতিরাম’ গেমে অনৈতিকভাবে অনুকরণ করা হয়েছে। অনুলিপিকৃত উপাদানের মধ্যে রয়েছে গেমের মূল কনসেপ্ট, চরিত্রগুলোর মুখাবয়ব ও পোশাকের নকশা, এমনকি অনলাইনে গেমটি উপস্থাপনের ধরণও।
সবকিছু বিবেচনায় সনি তাদের অভিযোগে টেনসেন্টের গেম লাইট অব মতিরাম-কে হরাইজন ফ্র্যাঞ্চাইজির ‘অন্ধ অনুকরণ’ হিসেবে অভিহিত করেছে। সনির দাবি অনুযায়ী, সবচেয়ে গুরুতর বিষয় হলো—টেনসেন্ট গেমটির ঘোষণা দেওয়ার আগেই হরাইজন সিরিজের কপিরাইট বা আইনি মালিকানা ব্যবহারের অনুমতি চেয়েছিল, যা স্পষ্টভাবে ইচ্ছাকৃত অনুকরণের ইঙ্গিত দেয়।
জাপানি গেম নির্মাতা সনি জানায়, টেনসেন্ট একসময় তাদের সঙ্গে যৌথভাবে একটি হরাইজন মোবাইল গেম তৈরি করতে চেয়েছিল। সেই প্রস্তাবে গেমটিতে সার্ভাইভাল, ক্রাফটিং, পোষা প্রাণী এবং মাল্টিপ্লেয়ার মোডের মতো ফিচার রাখার কথা বলা হয়। তবে সনি প্রস্তাবটি নাকচ করে দেয়। এর কিছুদিন পরই টেনসেন্ট লাইট অব মতিরাম গেমের ঘোষণা দেয় এবং সেখানে প্রস্তাবিত ফিচারের পাশাপাশি হরাইজন ফ্র্যাঞ্চাইজির পরিচিত ভিজ্যুয়াল উপাদানগুলো ব্যবহার করে।
সনি অভিযোগ করেছে, টেনসেন্টের গেমটি তৈরি করে হরাইজন ফ্র্যাঞ্চাইজির সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে এবং এতে করে গ্রাহকরা বিভ্রান্ত হয়েছেন। এ কারণে আদালতের কাছে গেমটির নির্মাণ ও প্রকাশ সাময়িকভাবে স্থগিত রাখার আদেশ চেয়েছে প্রতিষ্ঠানটি।