বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে গুগলের ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল ওয়ালেট’, যা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত। গত ২৪ জুন আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই সেবায় গত ১০ দিনে নিবন্ধন করেছেন প্রায় ২৫ হাজার গ্রাহক। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় দেশের বেসরকারি সিটি ব্যাংক সেবাটি চালু করেছে। ফলে বর্তমানে শুধু সিটি ব্যাংকের গ্রাহকরাই এই ডিজিটাল লেনদেন সুবিধা ব্যবহার করতে পারছেন।
এখন বাংলাদেশের গ্রাহকরাও গুগল পে ব্যবহার করে সহজেই ডিজিটাল লেনদেন করতে পারছেন। এতে আলাদা করে ব্যাংকের প্লাস্টিক কার্ড (ডেবিট বা ক্রেডিট) ব্যবহারের প্রয়োজন হচ্ছে না। একটি স্মার্টফোনই ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করছে, যার মাধ্যমে খুব সহজে কেনাকাটা করা যাচ্ছে। ফলে এই সেবা দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশসহ গুগল পে সেবাটি বিশ্বের ১০০টি দেশে চালু রয়েছে।
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অরূপ হায়দার বলেন, সিটি ব্যাংকের গ্রাহকেরা প্রতিদিনই গুগল পেতে নিবন্ধন করছেন। এতে করে কার্ড ছাড়াই স্মার্টফোন ব্যবহার করে সহজেই লেনদেন করা যাচ্ছে, যা গ্রাহকদের কার্ড বহনের ঝামেলা থেকে মুক্তি দিচ্ছে এবং লেনদেনকে আরও স্বাচ্ছন্দ্যময় করছে। আমরা আশা করছি, এই সেবা খুব দ্রুত আরও বিস্তৃত হবে।
সিটি ব্যাংক জানিয়েছে, তাদের গ্রাহকদের যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং ওই ফোনে থাকতে হবে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি, যা অধিকাংশ স্মার্টফোনেই থাকে। অ্যাপ ইনস্টল করার পর ‘অ্যাড পেমেন্ট মেথড’ অপশনে গিয়ে ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করতে হবে। এটি করা যাবে কার্ডের ছবি তুলে বা তথ্য লিখে।
সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, দোকান বা সেবাদাতা প্রতিষ্ঠানে ব্যবহৃত ‘পয়েন্ট অব সেলস (পিওএস)’ যন্ত্রে এনএফসি প্রযুক্তি থাকলে গ্রাহক সহজেই গুগল পে ব্যবহার করে লেনদেন করতে পারবেন। ৫ হাজার টাকার মধ্যে লেনদেনে পাসওয়ার্ড প্রয়োজন হবে না, তবে তার চেয়ে বেশি হলে পাসওয়ার্ড দিতে হবে। লেনদেনের সময় শুধু মুঠোফোনের স্ক্রিন লক খুলে পিওএস যন্ত্রের কাছে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পন্ন হবে।
গত ২৪ জুন আনুষ্ঠানিকভাবে চালুর পর গত বৃহস্পতিবার পর্যন্ত সিটি ব্যাংকের ২৪ হাজার ৫১৩ জন গ্রাহক গুগল পে সেবায় নিবন্ধন করেছেন। এ সময়ের মধ্যে মোট ৬ হাজার ৩০০টি লেনদেন হয়েছে, যার মধ্যে শুধু বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১ হাজার ৪২১টি। বৃহস্পতিবার পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭২ লাখ টাকায়।
সিটি ব্যাংকে বর্তমানে ১২ লাখ ডেবিট কার্ড এবং সাড়ে ৪ লাখ ক্রেডিট কার্ড রয়েছে। এসবের মধ্যে ৪০ শতাংশ কার্ড ভিসা ও মাস্টারকার্ড ব্র্যান্ডের, যেগুলোর মাধ্যমে গ্রাহকরা গুগল পে–তে লেনদেন করতে পারছেন। ব্যাংক সূত্র জানিয়েছে, শিগগিরই অ্যামেক্স (আমেরিকান এক্সপ্রেস) কার্ডধারীদেরও এই সেবার আওতায় আনা হবে।