খুলনায় হাতে বানানো মদপান করে ৫ জনের মৃত্যু

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে অতিরিক্ত মদপানে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই।

মৃতরা হলেন—বয়রা সেরের বাজার মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। নিহতদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু আশঙ্কাজনক অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহতরা হাতে তৈরি বিষাক্ত মদ পান করেছিলেন। ওই মদে ব্যবহৃত হয়েছিল ‘এলকোলি’ নামের একটি নিষিদ্ধ ভারতীয় মেডিসিন। এর সঙ্গে মিশানো হয়েছিল চুনের পানি ও ঘুমের ট্যাবলেট। এসব উপাদান শরীরে সহ্য করতে না পেরে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!