খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, অর্থ জব্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তির ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩ ব্যাংক হিসাবে মোট পাঁচ কোটি টাকা ফ্রিজ করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

সিআইডি সূত্রে জানা গেছে, অনুসন্ধানের সময় বিভিন্ন রিপোর্ট, ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব বিশ্লেষণে মোতাল্লেস হোসেন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে প্রায় ২৬ দশমিক ৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই বিপুল অর্থের সঙ্গে অর্থপাচার ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা খতিয়ে দেখতে মোতাল্লেসের স্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেন যাচাই-বাছাই চলছে।

এ ছাড়া, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের শনাক্তে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিআইডি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!