বার্তা প্রতিবেদক: কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে করদাতারা জরিমানা ছাড়াই এসময় পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। সোমবার (১৬ মে) এনবিআর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা আদেশে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪জি-তে প্রদত্ত ক্ষমতাবলে এনবিআর কোম্পানি শ্রেণির করদাতাদের ২০২১-২২ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটি থাকায় অনেক কোম্পানি রিটার্ন দাখিল করতে পারেনি। সেজন্য করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, কোম্পানি করদাতাদের রিটার্ন ১৫ জানুয়ারি পর্যন্ত জমা দেয়া যায়। কিন্তু যে সকল কোম্পানি দুই মাস করে চার মাস সময় নিয়েছে, তাদের সময় শেষ ছিল ১৫ মে। কিন্তু এ বছর ডিভিএস জটিলতার কারণে অনেক কোম্পানি সময়মতো অডিট রিপোর্ট করতে পারেনি। সেজন্য শুধুমাত্র যে সকল কোম্পানির ১৫ মে পর্যন্ত সময় বৃদ্ধি করে নিয়েছে শুধুমাত্র সেসব কোম্পানি ১৫ জুন পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবে।