দেড় মাস পর বিস্কুট-কেকের ওপর ভ্যাটের হার কমানো হয়েছে। মেশিনে তৈরি ও হাতে বানানো—উভয় ধরনের বিস্কুটের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। একই হারে কেকের ওপরও ভ্যাট আরোপ হবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ৯ জানুয়ারি বিস্কুট ও কেকের ক্ষেত্রে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এখন তা আবার ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর ফলে ভ্যাটের হার কমানো হলেও তা আগের জায়গায় আর আসেনি। আগের চেয়ে ভ্যাটের হার কিছুটা বাড়তিই থাকল।
প্রজ্ঞাপন অনুযায়ী, মেশিনে প্রস্তুত বিস্কুট; হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের উর্ধ্বে); কেক (প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।
অপরদিকে, ভ্যাট বাড়ানোর পরও গত দেড় মাসে বিস্কুট ও কেক ব্যবসায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে দাম বাড়ায়নি। তারা বরং এনবিআর এবং সরকারের বিভিন্ন পর্যায়ে ভ্যাটের হার কমানোর জন্য চেষ্টা করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে এনবিআর ১৫ শতাংশ ভ্যাট হার কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নেয়। তবে নতুন ভ্যাট হার আগের তুলনায় আড়াই শতাংশ বেশি হওয়ায় ব্যবসায়ীরা বিদ্যমান দাম বজায় রাখতে পারবেন কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এনবিআরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে ৯ জানুয়ারি সরকার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং ‘দি এক্সাইজ এন্ড সল্ট এক্ট (অ্যামানমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’ অধ্যাদেশ জারি করেছে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করে এনবিআর কতিপয় প্রজ্ঞাপন জারি করেছে। ৯ জানুয়ারি পূর্বে মেশিনে প্রস্তুত বিস্কুট, হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) ও কেক (প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ছিল ৫ শতাংশ। অধ্যাদেশের মাধ্যমে তা ৫ শতাংশ হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ নির্ধারণ করে। পরবর্তীতে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনাপূর্বক বৃহত্তর জনস্বার্থে সরকার মেশিনে প্রস্তুত বিস্কুট, হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) ও কেক (প্রতি কেজি ৩০০ টাকা মূল্যমানের উর্ধ্বে) এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ১৫ শতাংশ হতে হ্রাস করে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
এনবিআর বলছে, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে গত কয়েক মাসে এনবিআর ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় প্রদান করেছে। দেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদের পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যানজট নিরসনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখায় দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার উপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া, হজ্ব যাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে এনবিআর হজ টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
**কর-ভ্যাট অপরিবর্তিত, বাড়তে পারে বিস্কুট-কেকের দাম
**ভ্যাট ফাঁকি দিচ্ছে ‘মুসলিম সুইটস’
**শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট-সম্পূরক বেড়েছে