গত জুলাই-আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩৪ হাজার কৃষকের কাছে কৃষি মন্ত্রণালয়ের প্রদত্ত প্রণোদনার অর্থ পৌঁছে দিচ্ছে বিকাশ। দেশের সাত জেলার ৫৬টি উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘরে বসেই এ অর্থ তাদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন।
প্রণোদনার অর্থ কৃষকরা তাদের পছন্দের এমএফএস অ্যাকাউন্টে গ্রহণের পাশাপাশি নিকটবর্তী এজেন্ট পয়েন্ট থেকে হ্রাসকৃত চার্জ ৭ টাকায় ক্যাশআউট করার সুবিধা পাচ্ছেন।
গত বছরের আকস্মিক বন্যায় চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। পরে, কৃষি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত কৃষকদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে ১ হাজার টাকা করে প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নেয়, যা কৃষকদের বীজ ও সার প্রদানসহ উৎপাদন পুনরুদ্ধারে সহায়তা করবে।