বার্তা প্রতিবেদক: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগদান করছেন মোবারা খানম। রোববার (২২ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি কমলাপুরের কাস্টম হাউজ আইসিডির কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে গত ২০২০-২১ অর্থবছরে (মার্চ পর্যন্ত) কমলাপুর আইসিডিতে রাজস্ব আদায় হয়েছিল ২ হাজার ৬০৪ কোটি ৮৪ লাখ টাকা। চলতি বছরে রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩ হাজার ২১৬ কোটি ৩১ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে তার নেতৃত্বে কমলাপুর আইসিডির প্রবৃদ্ধির হার ছিল ২৩ শতাংশ।
উল্লেখ্য, মোবারা খানম বিসিএস (শুল্ক ও আবগারি) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালে সহকারী কমিশনার হিসেবে এনবিআরে যোগদান করেন। রসায়নে এমএসসি করা মেধাবী এই কর্মকর্তা সুনামের সাথে ভ্যাট ও কাস্টমসে চাকরি করেছেন।
সূত্রমতে, ১১ মে (বুধবার) চার কমিশনারের দপ্তর বদল করা হয়। এর মধ্যে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফকে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে এবং ঢাকা আইসিডি কাস্টম হাউসের কমিশনার বেগম মোবারা খানমকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করা হয়। রদবদল করা অন্য কমিশনাররা হলেন-কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানকে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার জাকির হোসেনকে খুলনা কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং খুলনা কাস্টম এক্সাইজ ও ভ্যাটের কমিশনার মো. সামছুল ইসলামকে আইসিডি কাস্টমস হাউসের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
###