কাল রিটার্ন জমার শেষ দিন:অনলাইনে জমা দিন

আগামীকাল রোববার ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমার শেষ দিন। আজ ও আগামীকালই শেষ সুযোগ, এরপর জরিমানা ছাড়া জমা দেওয়া সম্ভব হবে না। রিটার্ন জমার সময়সীমা এর আগে তিন দফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন জমার সময় বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করে। যারা সনাতনী পদ্ধতিতে কাগুজে রিটার্ন দিতে চান, তাঁরা আগামীকাল নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দিতে পারবেন।

এবার কর কার্যালয়ে স্বশরীর রিটার্ন জমার চাপ অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের অনলাইনে রিটার্ন জমা বেশি উৎসাহিত করছে। যাঁরা এখনো রিটার্ন জমা দেননি, তাঁদের দ্রুত কাগজপত্র সংগ্রহ করে আজকালের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।চলতি অর্থবছরে এ পর্যন্ত অনলাইনে প্রায় ১৫ লাখ রিটার্ন জমা পড়েছে এনবিআর সূত্রে জানা গেছে। এখন দেশে ১ কোটি ১১ লাখ কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারী আছেন। সব মিলিয়ে রিটার্ন দেন প্রতিবছর ৪০ লাখের মতো টিআইএনধারী।

রিটার্ন জমা যেভাবে দেবেন
অনলাইন রিটার্ন জমার ঠিকানা হলো etaxnbr. gov. bd। অনলাইনে রিটার্ন জমার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিতে করদাতার নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা মোবাইল ফোন নম্বর লাগবে। এ দুটি দিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে।

অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দিতে কাগজপত্র আপলোড বা জমা দেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রয়োজনীয় তথ্য দিলেই হবে। সনাতনী পদ্ধতিতে চাকরিজীবীদের আয় ও বেতন-ভাতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেন বিবরণী জমা দিতে হয়। তবে ই-রিটার্নে আগের বছরের ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত সময়ের ব্যাংক হিসাবের স্থিতি, সুদের তথ্য ও হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই যথেষ্ট।

করদাতা অনলাইনে নিবন্ধন বা রিটার্ন জমায় সমস্যা হলে এনবিআরের কলসেন্টার থেকে সহায়তা নিতে পারেন। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকে। সহায়তার জন্য ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে কল করলে কর কর্মকর্তা সমস্যা সমাধান করবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!