বার্তা প্রতিবেদক: মেট্টোরেল এর কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে ৮৩ দশমিক ১৫ শতাংশ। ৩০ এপ্রিল পর্যন্ত কাজের এই অগ্রগতি হয়েছে। রোববার (২২ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
যাতে বলা হয়, কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯২২ কিলোমিটার ভায়াডাক্ট ও ৪টি স্টেশন (শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল)-এর নির্মাণ কাজ কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৬ এর নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ সালের১ আগস্ট কাজ শুরু করে।
ইতোমধ্যে এই অংশের পরিসেবা স্থানান্তর, চেকবোরিং, ট্রায়াল ট্রেঞ্চ, টেস্ট পাইল, স্থায়ী বোর্ড পাইল, পাইল ক্যাপ, পিয়ার কলাম, পিয়ার হেড, পোর্টাল ভিম, স্টেশন কলাম, ভায়াডাক্টের জন্য প্রিকাস্ট সেগমেন্ট নির্মাণ, সকল স্প্যান, স্পেশাল লগইন স্প্যান নির্মাণ, ভায়াডাক্ট ইরাকশন ও ভায়াডাক্টের উপর প্যারাপেট ওয়াল স্থাপন সম্পন্ন হয়েছে।
শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনে স্টিল রুপ স্ট্যাকচার স্থাপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে রুপ শিট স্থাপন কাজ চলমান রয়েছে। এই প্যাকেজের আওতাধীন সকল স্টেশনে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং (এমইপি) ও আর্কিট্যাকচুয়াল কাজ চলছে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনের এন্ট্রি-এক্সিট স্ট্যাকচার-এর নির্মাণ কাজ চলমান আছে। ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত এই প্যাকেজের সার্বিক বাস্তব অগ্রগতি ৮৩ দশমিক ১৫ শতাংশ।