প্রায় সাড়ে ১১কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ট্যাক্সেস অ্যাপিলাত ট্রাইবুনালের সাবেক সদস্য রঞ্জিৎ কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ মে) সংস্থাটির মহাপরিচালক মো আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, আসামি ট্যাক্সেস অ্যাপিলাত ট্রাইবুনালের সাবেক সদস্য রঞ্জিৎ কুমার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে ২ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১০৫ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
অন্যদিকে তার স্ত্রী ঝুমুর মজুমদার তার স্বামীর সহায়তায় ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।