জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৭, ঢাকার কর কমিশনার কবির উদ্দিন মোল্লা চাকরি জীবনে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। কি নেই তার কাছে, খোদ রাজধানীতেই তিনটি ফ্লাট, বসুন্ধরায় প্লট, দামি গাড়ি, গ্রামের বাড়ি কুমিল্লায় কিনেছেন বিপুল সম্পত্তি। চাকরি জীবনে প্রাপ্ত বেতনের সাথে অস্বাভাবিক তার সম্পদ অর্জনের খতিয়ান। জ্ঞাত আয়ের সাথে মিল না থাকায় এসব সম্পদ অর্জনের প্রক্রিয়াকে অনেকেই অবৈধ উপায় বলে অভিযুক্ত করেন। রাজস্ব ফাকির মামলা থেকে একটি বড় কোম্পানিকে ছাড় দিয়ে তাদের কাছ কোটি কোটি টাকার প্লট হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, কবির উদ্দিন মোল্লা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম ব্যাচে সহকারী কর কমিশনার পদে এনবিআরের আয়কর বিভাগে যোগদান করেন। প্রায় ৩০ বছর চাকরি করে সরকারের কাছ থেকে সর্বসাকুল্যে বেতন পেয়েছেন দেড় থেকে দুই কোটি টাকা। কিন্তু হিসেব কষলে দেখা যায়, তার অর্জিত সম্পদের পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, গুলশান-১ এর নিকেতন আবাসিক এলাকার সি ব্লকের ৮ নাম্বার রোডের ২০৫/৪ নাম্বার ইনটেক্স নুর মহল ভবনে ১২শ বর্গফুটের একটি ফ্ল্যাটের সাথে ১২০ বর্গফুটের একটি গাড়ি পার্কিংয়ের জমি রয়েছে কবির উদ্দিন মোল্লার স্ত্রী সাদিয়া আফরোজ মজুমদারের নামে। আর এই সম্পদ কিনতে কবির উদ্দিন মোল্লাকে খরচ করতে হয়েছে চার কোটি ৭৫ লাখ টাকা। বনশ্রীর ডি ব্লকের ৩ নাম্বার এভিনিউ/রোডের ৪ নাম্বার জাহান ভবনে আরো একটি ফ্ল্যাট আছে তাদের নামে। এই ফ্ল্যাটটি কিনেছেন ২০১৯ সালের ২৫ মে। বনশ্রীর এই ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য রয়েছে প্রায় পাঁচ কোটি টাকার বেশি। পশ্চিম মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় ২ এর বি প্রাইম আফিয়া ভবনের ৭ তলায় কবির উদ্দিন মোল্লার নিজের নামেই রয়েছে আলিশান আরো একটি ফ্ল্যাট। কবির উদ্দিন মোল্লা এনবিআরে চাকরি করে এতো পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন যে, তিনি তার স্ত্রী সাদিয়ে আফরোজকে বিবাহবার্ষিকী উপহার হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকায় ৪ কাঠার একটি প্লট কিনে দিয়েছেন; যার বর্তমান বাজার প্রায় সাত কোটি টাকার বেশি। তবে এই প্লট বসুন্ধরার মামলা ধামাচাপা দিয়ে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে আরো জানা যায়, কবির উদ্দিন মোল্লার ছেলে সাদমান সাকিব আমেরিকায় বসবাস করেন। সেখানে ৩০ কোটি টাকা খরচ করে ছেলের জন্য সেকেন্ড হোম গড়ে দিয়েছেন। টাকা পাচারের মাধ্যমে ছেলেকে এই সম্পদ কিনে দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর কর্মকর্তা জানিয়েছেন, ২০০৭ সালের ২৫ জুলাই উপ-কর কমিশনার পদে থাকাকালীন কবির উদ্দিন মোল্লা বাদী হয়ে বসুন্ধরা গ্রুপ ও সাত ব্যক্তিকে আসামি করে করফাঁকির একটি মামলাটি করেন। মামলার আসামি ছিলেন বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে সায়েম সোবহান, আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তার ছেলে সাদাত সোবহান ও সাফায়েত সোবহান। মামলার এজাহারে বলা হয়, বসুন্ধরা গ্রুপ ২০০৪-৫ করবর্ষে পাঁচ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ১০৯ টাকা, ২০০৫-৬ করবর্ষে সাত কোটি ৭২ লাখ ১৯ হাজার ৮০৩ টাকা এবং ২০০৬-৭ করবর্ষে আট কোটি ৪৮ লাখ ১৫ হাজার ৭৪৬ টাকা আয়ের তথ্য রিটার্নে দাখিল করেননি; যার উপর প্রযোজ্য আট কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩৮৩ টাকা করফাঁকি দিয়েছেন। পরবর্তীতে কবির উদ্দিন মোল্লা বসুন্ধরার বিরুদ্ধে করা মামলাটি একটি প্লট ঘুষের বিনিময়ে ধামাচাপা দেয়ার সমঝোতা করেন। ভবিষ্যতে আর কোনোদিন বসুন্ধরাকে কোনো প্রকার মামলায় জড়াবেন না শর্তে আরো আট কোটি টাকার ঘুষ লেনদেন করেন।
অভিযোগ রয়েছে, কবির উদ্দিন মোল্লা প্রতি বছরই আমেরিকা, লন্ডন, জাপান, অষ্টেলিয়া, ইউরোপ, ইন্ডিয়া সহ বিশ্বের নামিদামি দেশে কোটি টাকার খরচ করে ভ্রমণ করেন। কবির উদ্দিনের ছেলে আমেরিকায় স্যাটেল্ড, সেখানে বাড়ী গাড়ি সবই তার আছে এবং জাপানেও রয়েছে তার বিপুল সম্পদ। কবির উদ্দিন মোল্লা পরিবারের ভোগ-বিলাসী জীবন ধারন, বিদেশ ভ্রমণ, সম্পদের বিবরণ ও ব্যাংক ব্যালেন্সের নথি ধরে অনুসন্ধান করলে অবৈধভাবে অর্থ উপার্জনের প্রক্রিয়াটি খোলসা হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে কর কমিশনার কবির উদ্দিন মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
** ৮০ হাজার টাকা বেতনের জেসি থাকেন ১২ কোটি টাকার ফ্ল্যাটে
** উপ-কর কমিশনার মেহেদীর ছয় কোটি টাকার সম্পদ!
** কর কমিশনার ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদ অর্জন
** ঘুষ নেওয়ার অভিযোগে কর কমিশনার বরখাস্ত
** টাকা বৈধ করতে ‘কুমির-বাঘের’ ভয় দেখান কমিশনার!
** কমিশনার রঞ্জিতের পরিবারের ১২৩ ব্যাংক হিসাব জব্দ
** নার্সকে ধর্ষণ: কর কর্মচারীর বিরুদ্ধে মামলা
** কাস্টমস কমিশনার ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
** স্ট্যাটাসের জেরে কাস্টমস কমিশনার বরখাস্ত
** ৩৯ করদাতার আয়কর ‘প্রধান সহকারীর’ পকেটে
** সংযুক্তির ৭ দিন পরই কমিশনারকে অবসরে পাঠানো হলো
** বরখাস্ত তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি
** এস আলমকে সুবিধা: তিন কর কর্মকর্তা বরখাস্ত
** দুই ছেলে, কর কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্তের আবেদন
** যাত্রী হয়রানি, তিন কর্মকর্তা বরখাস্ত, একজন ক্লোজড
** কর পরিদর্শক সাইফুল: ১৮ বছরে বৈধ আয় ৪৩ লাখ, মালিক অর্ধ-শত কোটি টাকার