জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল ও তাঁর স্ত্রী ডা. সবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তাঁরা নগরীর খানজাহান আলী রোডের হাজি হানিফ কমপ্লেক্সের বাসিন্দা।
দুদক জানায়, গণেশ চন্দ্র মন্ডল ইতোপূর্বে খুলনায় যুগ্ম কর কমিশনার পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কর কমিশনার পদে ঢাকায় কর্মরত রয়েছেন। খুলনা নগরীর খানজাহান আলী রোডের হাজী হানিফ কমপ্লেক্সের ৫ নম্বর ফ্লাটের মালিক গণেশ-সবিতা দম্পতি। মামলায় তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ১৭০ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।