কর অঞ্চল নোয়াখালীর প্রথম নিবন্ধিত করদাতা লাইলি

নতুন কর অঞ্চল হিসেবে কর অঞ্চল নোয়াখালীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আর নতুন এই কর অঞ্চলের প্রথম নিবন্ধিত করদাতা হলেন লাইলি বেগম। তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ই-টিআইএন সার্ভার থেকে প্রথম করদাতা হিসেবে নিবন্ধন নিয়েছেন। তিনি নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুরের বাসিন্দা। প্রথম নিবন্ধিত করদাতা হওয়ায় তাকে কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনার শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। ৭ সেপ্টেম্বর নতুন কর কমিশনার শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান যোগদান করার মধ্য দিয়ে নতুন এই কর অঞ্চল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

লাইলি বেগমকে অভিনন্দন বার্তায় কর কমিশনার বলেন, ‘কর অঞ্চল নোয়াখালীর প্রথম নিবন্ধিত করদাতা হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাস, শিল্প, সাহিত্য, অর্থনীতি, রাজনীতিসহ সকল ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালীর মানুষের রয়েছে অসামান্য অবদান। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ করতে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে নতুন কর অঞ্চল নোয়াখালী গঠন করা হয়েছে। যার সদর দপ্তর করা হয়েছে নিঝুম দ্বীপের দেশ খ্যাত নোয়াখালীতে।’
Noakhali Tax Zone First
আরো বলা হয়েছে, ‘এখন তিনটি জেলায় অবস্থিত ২২টি সার্কেলের মাধ্যমে নতুন কর অঞ্চলের সম্মানিত করদাতাদেরকে আরও দ্রুত ও সহজে সেবা প্রদান করা যাবে। কর আহরণে কর কর্মকর্তাদের পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে করদাতাদেরও দায়িত্ব রয়েছে। করদাতা হিসেবে নিবন্ধিত হওয়া আপনার সেই দায়িত্ববোধেরই প্রতিফলন। কর পরিপালনে আমার সর্বদা আপনাদের পাশে থাকবো। করদাতাবান্ধব পরিবেশে স্বচ্ছতা ও দক্ষতার সাথে সম্মানিত করদাতাদেরকে সেবা প্রদানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে আপনাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতা একান্তভাবে কাম্য।’

উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল নোয়াখালীর অধিক্ষেত্র আদেশ জারি করা হয়েছে। এর আগে কর অঞ্চল নোয়াখালীর কর কমিশনারের দায়িত্ব পালন করেন (অতিরিক্ত দায়িত্ব) কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার শেখ মনিরুজ্জামান ও আবদুস সোবহান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!