‘কর্মকর্তাদের কলম-বিরতিতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে’

আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসের মাঠপর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান কলম-বিরতি কর্মসূচি ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর একটি হোটেলে আসন্ন বিজিএমইএ নির্বাচনে নিজের প্যানেলের অবস্থান উপস্থাপন করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুক হাসান বলেন, ‘আমরা আশাবাদী, এনবিআর বিলুপ্তির পর নতুনভাবে গঠিত “রাজস্ব নীতি বিভাগ” ও “রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ” সঠিকভাবে বাস্তবায়িত হলে তা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘৫ আগস্টের ঘটনার পর যেসব মামলা হয়েছে, সেগুলোর মধ্যে কিছুতে তুলনামূলকভাবে সৎ ব্যবসায়ীরাও অভিযুক্ত হয়েছেন। ফলে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।’

আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য বিজিএমইএ নির্বাচনে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’—এই দুই প্যানেলের প্রার্থীরা ৩৫টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে সম্মিলিত পরিষদের প্যানেল প্রধান মো. আবুল কালামও উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!