চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম সালেহা বেগম (৪০)। তিনি গতকাল শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনায় সংক্রমণের আগেই তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
শনিবার (২৮ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার সর্বশেষ প্রতিবেদনে সালেহা বেগমের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁকে নগরের জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিভাগে ভর্তি করা হয়। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজন নগর এলাকার এবং দুজন উপজেলার বাসিন্দা। শনাক্তদের মধ্যে চারজনের করোনা ধরা পড়ে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে এবং দুজনের এভারকেয়ার হাসপাতালে। চলতি মাসে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ, ৬৩ জন নারী এবং একজন শিশু।