‌‘করপোরেট বা অন্য খাতে কর কমানোর সুযোগ নেই’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করপোরেট কর হার কমানো হবে না। গত ৫০ বছরে জাতীয় ঋণের বোঝা বেড়েছে। সেই ঋণ পরিশোধ করতে হবে। কাজেই করপোরেট খাত বা অন্যান্য ক্ষেত্রে কর কমানোর কোনো সুযোগ নেই। আমরা সব খাতের জন্য বৈষম্যহীন কর ব্যবস্থা চাই।

চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ চুক্তির আওতায় যখন রাজস্ব আদায় বাড়াতে হিমশিম খাচ্ছে এনবিআর, তখন ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক সামাল দিতে বাংলাদেশ বিভিন্ন মার্কিন পণ্যে যে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজস্ব আদায় আরও কমবে। বাংলাদেশে প্রতিযোগী দেশের তুলনায় শুল্ক বেশি থাকায় সেখানে যৌক্তিকীকরণ করতে হবে জানিয়ে তিনি বলেছেন, ‘ইউএস ট্রেজারি যে ব্যবস্থা, সেখানে যে আমরা কিছু কমিটমেন্ট করেছি, আমাদের ডিউটি স্ট্রাকচার কিছুটা র‌্যাশনালাইজ করতে হবে। সেখানে আমাদের কালেকশন কমবে।

একইভাবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও, যে কথাগুলো বললেন যে মিনিমাম ট্যাক্স, টিডিএস এসব অনেক হাই, এগুলো যদি র‌্যাশনালাইজ করতে যাই, এখানেও কালেকশন কমবে।’ কর আদায়ের প্রধান এ সংস্থার চেয়ারম্যানের প্রশ্ন, ‘তাহলে কালেকশনটা বাড়বে কোথায়? বাড়ানোও তো দরকার। দেশ চালানোর জন্য বাড়ানোটাও তো দরকার।’ ঢাকা চেম্বার, সমকাল এবং চ্যানেল-২৪ আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছিলেন মো. আবদুর রহমান খান।

আসছে বাজেটে করপোরেট করহার কোনো খাতে না কমানোর ইঙ্গিত দিয়ে বরং যেসব খাত বর্তমানে অব্যাহতি সুবিধা পাচ্ছেন সেখানেও বাড়বে বলে তিনি জানান। চেয়ারম্যানের ভাষ্য, ‘এমনিতেই আমাদের ব্যক্তি পর্যায়ে এবং কর্পোরেট কর হার তুলনামূলক বেশ কম, তাই এবছর উক্ত খাতে কর অপরিবর্তিত থাকবে। তবে আগামী বাজেটে রাজস্ব হারে বিদ্যমান বৈষম্য দূর হবে।’ অর্থ্যাৎ অব্যাহতি কমিয়ে সকলকে একই হারের দিকে আনার ইঙ্গিত দেন তিনি। আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আবদুর রহমান খান বলেন, ‘অতীতে অটোমেশন কার্যক্রম থমকে ছিল। কিন্তু এখন এর কোনো বিকল্প নেই। এনবিআর অটোমেশন বাস্তবায়নে কাজ করছে। ব্যবসায়ীরাও মনে করছেন, অটোমেশন অপরিহার্য। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি এবং বড় আকারে অটোমেশন প্রকল্প হাতে নিয়েছি। গত কয়েক মাসে আমরা অটোমেশনকে অগ্রাধিকার দিয়েছি। যেমন: অনেক ক্ষেত্রে অনলাইনে আয় দাখিল বাধ্যতামূলক করেছি। আগামী অর্থবছর থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। কাগজে রিটার্ন আর গ্রহণ করা হবে না। এখন করপোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে দাখিল করা যায় না। কিন্তু আগামী বছর থেকে প্রতিষ্ঠানগুলোকে অনলাইনেই রিটার্ন জমা দিতে হবে। আমরা এই সেবাগুলো মোবাইল অ্যাপে যুক্ত করার কাজও করছি’-যোগ করেন তিনি।

করপোরেট কর বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করপোরেট কর হার কমানো হবে না। তিনি বলেন, ‘গত ৫০ বছরে জাতীয় ঋণের বোঝা বেড়েছে। সেই ঋণ পরিশোধ করতে হবে। কাজেই করপোরেট খাত বা অন্যান্য ক্ষেত্রে কর কমানোর কোনো সুযোগ নেই। আমরা সব খাতের জন্য বৈষম্যহীন করব্যবস্থা চাই।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!