কমলা লেবুর ঘোষণা দিয়ে আমদানি করা এক কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বুধবার (২১ মে) রাতে ৪০ ফুট দৈর্ঘ্যের একটি কন্টেইনারে কায়িক পরীক্ষায় এসব সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন ১৫ মে কমলা লেবু ঘোষণায় একটি কন্টেইনার আমদানি করে। পরে ভুয়া কাগজপত্র ব্যবহার করে তা খালাসের চেষ্টা করা হয়। এই চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল দিবা ট্রেডিং লিমিটেড।
কাস্টমস কর্মকর্তারা জানান, কন্টেইনারে ৫ হাজার ৪১৮ কেজি কমলালেবুও ছিল। শুল্ক সুবিধা পেতে কম শুল্কের এই পণ্যের আড়ালে মিথ্যা ঘোষণায় অবৈধভাবে সিগারেট আমদানি করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রায়হানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারটি জব্দ করে কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, ঘোষণাকৃত কমলালেবুর পরিবর্তে রয়েছে দুটি বিদেশি ব্র্যান্ডের সিগারেট—লামার ও অস্কার। মোট ১,২৫০টি কার্টনে এক কোটি ২৫ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়, যার বিপরীতে শুল্কের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা।