** চট্টগ্রাম কাস্টম হাউসসহ সব কাস্টম হাউসের আমদানি-রপ্তানি ও পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ, চালু শুধু আন্তর্জাতিক যাত্রীসেবা
দাবি আদায়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে। এছাড়া ঘোষণা অনুযায়ী ‘মার্চ-টু-এনবিআর’ কর্মসূচিতে যোগ দিতে সারাদেশ থেকে আগত কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যার ফলে শনিবার সকাল থেকে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে শত শত কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে। তবে এনবিআরের তিনটি গেইট বন্ধ করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। যার ফলে কোনো কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতা এনবিআরে প্রবেশ বা বের হতে পারছেন না।
শনিবার সকাল থেকে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কোন কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতাদের এনবিআরের ভেতরে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হচ্ছে না। আন্দোলনকারীরা মূল ফটকের সামনে বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে স্লোগান দিচ্ছেন। তীব্র রোদ উপেক্ষা করে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধন ও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বক্তব্য দেওয়া হচ্ছে। এনবিআরের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এনবিআরের সামনে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জল কামান ও রায়ট কার।
আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। দাবি মেনে না নেওয়ায় পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সারাদেশের কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেট ও কর অঞ্চলের রাজস্ব আদায় ও সেবা প্রদান প্রায় বন্ধ রয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা মার্চ টু এনবিআর কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় এসেছেন। উল্লেখ্য, যদিও এনবিআর থেকে শুক্রবার নির্দেশনা দেওয়া হয়েছে, নিজ নিজ দপ্তরে অবস্থান করে সেবা প্রদান ও রাজস্ব আদায় করার। এছাড়া বিনা অনুমতিতে কর্মস্থলে উপস্থিত না থাকলে ব্যবস্থা নেওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে।
সব কাস্টম হাউসে আমদানি-রপ্তানি ও পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে। প্রতিটি শাখায় কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত রয়েছেন। চট্টগ্রাম কাস্টম হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এর আগে কয়েকদিন কলম বিরতি চললেও নির্ধারিত সময়ের পর কিছু কাজ হয়েছে। তবে শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে কোনো কর্মকর্তা কাজ করছেন না। যারা উপস্থিত আছেন, তারাও কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না।”
ঢাকা কাস্টম হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঢাকা কাস্টম হাউসে আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম সচল রয়েছে। তবে আমদানি-রপ্তানি ও পণ্য শুল্কায়নের সব কার্যক্রম বন্ধ রয়েছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে কোন কর্মকর্তা-কর্মচারী কার্যক্রমে অংশ নিচ্ছেন না। তবে আইসিডি কমলাপুর কাস্টম হাউস, পানগাঁও, বেনাপোল, মোংলা কাস্টম হাউস ও অন্যান্য শুল্ক স্টেশনেও কোন কার্যক্রম চলছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে সব বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম অ্যাফেয়ার্স সেক্রেটারি রেজাউল করিম স্বপন বলেন, “কাস্টম কর্মকর্তাদের “কমপ্লিট শাটডাউন” কর্মসূচির কারণে কাস্টম হাউসে কোনো কাজ হচ্ছে না। আমরা আগে থেকেই আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানিয়েছি। ফলে সিএন্ডএফ এজেন্টরাও কাস্টম হাউসে আসেনি। কাস্টম কর্মকর্তাদের না থাকায় বিভিন্ন ডিপোতেও কার্যক্রম বন্ধ রয়েছে।”
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামের দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হচ্ছে।