কনটেইনারের তালা ভেঙে কাপড় চুরি, ট্রাকচালক আটক

চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্যভর্তি কনটেইনারের সিল ভেঙে কাপড় চুরির সময় সাইফুল ইসলাম রুবেল নামে এক ট্রাকচালককে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বন্দরের জিসিবি ১৩ নম্বর শেড থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭টি কাপড়ের রোল, ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ট্রাক জব্দ করা হয়।

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জিসিবি ১৩নং শেডে আনস্টাফিংয়ের জন্য অপেক্ষারত একটি কনটেইনারের সিল ভেঙে মালামাল চুরির ঘটনা নিরাপত্তা বিভাগের সিসি ক্যামেরায় ধরা পড়ে। বিষয়টি নিরাপত্তা বিভাগের নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম রুবেল নামের এক ট্রাকচালককে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সাইফুল ইসলাম রুবেলের নিজস্ব ট্রাকটি একটি কোম্পানির শিট কয়েল পরিবহনের জন্য বন্দরে প্রবেশ করেছিল। পরে ১৩ নম্বর শেডে থাকা একটি কনটেইনারের লক ভেঙে তিনি কাপড় চুরি করে ট্রাকে তুলছিলেন। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার হয়। পরে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!