অর্গানিক নিউট্রিশন লিমিটেডের (ওএনএল) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে নিযুক্ত হয়েছেন মো. মাহবুবুর রহমান। ২০১৯ সাল থেকে ওএনএল-এ কর্মরত মাহবুব নতুন এই দায়িত্ব গ্রহণের আগে প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের প্রতি তার আন্তরিকতা ওএনএল-এর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।
নতুন পদে নিযুক্ত হওয়ার পর মাহবুব বলেন, অর্গানিক নিউট্রিশন লিমিটেডের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সিওও হিসেবে নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও সাফল্যের জন্য আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।