এসএপি ইআরপি চালু করল জেএমআই গ্রুপ

জেএমআই গ্রুপের এলপিজি খাতের প্রতিষ্ঠানগুলোতে বিশ্বখ্যাত এন্টারপ্রাইজ সফটওয়্যার এসএপি ইআরপি চালু করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে গ্রুপের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘এসএপি গো-লাইভ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে জানানো হয়, এসএপি ইআরপি চালুর মাধ্যমে এখন থেকে রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ, আন্তঃবিভাগীয় সমন্বয়, প্রকিউরমেন্ট ও ইনভেন্টরি ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং উন্নত গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দেন জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুর রাজ্জাক বলেন, এসএপি ইআরপি চালুর মাধ্যমে গ্রুপের এলপিজি খাত ডিজিটাল রূপান্তরে একটি বড় মাইলফলক অতিক্রম করেছে। এটি কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই বিনিয়োগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান, প্রধান অর্থ কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের নির্বাহী পরিচালক মীর সাইফুল্লাহ আল-খালেদ, প্রকল্প ব্যবস্থাপক (পিডব্লিউসি) অঙ্কিত সিং, প্রকল্প ব্যবস্থাপক (জেএমআই এলপিজি) আবু আহমেদ সিরাজুর রহমান এবং এলপিজি, গ্যাস ও সিলিন্ডার খাতের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

** বিশ্ব শান্তি দিবস উদযাপন করল জেএমআই গ্রুপ
** ধানমন্ডিতে হবে জেএমআই স্পেশালাইজড হসপিটাল
** সিআইপি সম্মাননা পেলেন জেএমআই গ্রুপের এমডি
** ওষুধশিল্পকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে সরকার
** ভারতের ‌‘অ্যাপোলোর’ চিকিৎসা এখন ঢাকায়

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!