৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ

টাইমস হায়ার র‌্যাংকিং

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ করে থাকে। এবারও সেই তালিকা প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির ‘২০২৫ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়’ তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে স্থান পেয়েছে মোট ২৪ বিশ্ববিদ্যালয়। এ তালিকায় যৌথভাবে শীর্ষে (বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বুধবার (২৩ এপ্রিল) তাদের ওয়েবসাইটে এ র‍্যাংকিং প্রকাশ করে। তালিকায় এশিয়ার ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে এটি ১৩তম সংস্করণ।

তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, এশিয়া অঞ্চলে সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জায়গা হয়নি। তালিকায় ৩০১ থেকে ৩৫০-এর মধ্যে স্থান করে নিয়ে যৌথভাবে দেশসেরা বুয়েট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকায় ৩৫১ থেকে ৪০০-এর মধ্যে স্থান করে নিয়েছে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

৪০১-৫০০ এর মধ্যে অবস্থান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ৫০১-৬০০ এর মধ্যে অবস্থান করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

এছাড়া তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইউ), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

এদিকে, ২০২৪ সালে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। গতবারের তালিকায় এ বিশ্ববিদ্যালয় প্রথম থাকলেও এবার রয়েছে ১২তম স্থানে। র‍্যাংকিংয়ে বিরাট পতন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও। বিগত র‌্যাংকিংগুলোতে বিশ্ববিদ্যালয়টি প্রথম কিংবা দ্বিতীয় অবস্থানে থাকলেও এবার তলানিতে। প্রকাশিত তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান দশম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!