প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ের হার দৈনিক গড়ে ৭.৬১ শতাংশ বেড়েছে। ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত দৈনিক গড়ে ৩,১৮১ টিইইউ (বিশ ফুট সমতুল্য ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর আগে, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনায় দৈনিক গড় হ্যান্ডলিং ছিল ২,৯৫৬ টিইইউ। সেই হিসাবে দৈনিক গড়ে হ্যান্ডলিং বেড়েছে ২২৫ টিইইউ।
নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। রোববার (১৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, চট্টগ্রাম ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন গড়ে ২২৫ টিইইউ কনটেইনার অতিরিক্ত হ্যান্ডলিং করা হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত সাত দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড মোট ১০টি জাহাজের কনটেইনার লোডিং ও আনলোডিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) চারটি জেটিতে একযোগে চারটি জাহাজে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে ১ থেকে ৬ জুলাই পর্যন্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনার সময়ে প্রতিদিন গড়ে ২,৯৫৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। সেখানে ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম ড্রাইডকের পরিচালনায় দৈনিক গড় হ্যান্ডলিং বেড়ে দাঁড়িয়েছে ৩,১৮১ টিইইউ-তে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ কনটেইনার হ্যান্ডলিংয়ে অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, একজন বন্দর ব্যবহারকারী হিসেবে আমরা সবসময় মানসম্পন্ন পরিষেবা প্রত্যাশা করি। চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব নেওয়ার পর দৈনিক হ্যান্ডলিং বৃদ্ধিকে নিঃসন্দেহে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা যায়। এ ধরনের দক্ষতা ব্যবসার খরচ কমাতেও সহায়ক হবে।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত ৬ জুলাই (রোববার) প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই (সোমবার) থেকে টার্মিনালের দায়িত্ব নেয় নৌবাহিনী নিয়ন্ত্রিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।
**সাইফ পাওয়ারকে বিদায়ে লাগলো ১৭ বছর
**নৌবাহিনী নিতে পারে এনসিটি পরিচালনার দায়িত্ব
**এনসিটি ছাড়ছে সাইফ পাওয়ারটেক