** মঙ্গলবার বিকেল তিনটায় আগারগাঁও এনবিআরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে
** দাবি আদায় না হলে অবস্থান কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে
এনবিআর সংস্কারে নিজেদের দাবি আদায়ে অবশেষে আন্দোলনের পথে বেঁছে নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সেজন্য ‘কাস্টমস, ভ্যাট ও আয়কর’ কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে।
সোমবার (১২ মে) সন্ধ্যায় আগারগাঁও এনবিআর সম্মেলন কক্ষে উপস্থিত ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা এবং কর্মচারীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে ঐক্য পরিষদ থেকে আগামীকাল মঙ্গলবার (১৩ মে) এনবিআরের সামনে দাবি আদায়ে ‘অবস্থান কর্মসূচি’ ঘোষণা করা হয়। বিকেল ৩টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। অবস্থান কর্মসূচিতে এনবিআরের ভ্যাট, কাস্টমস ও আয়কর বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করবেন বলে সভায় জানানো হয়েছে।
এর আগে সোমবার সকাল থেকে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের ক্যাডার, নন-ক্যাডার ও কর্মচারীরা অবস্থান নেন। ধাপে ধাপে প্রায় নয় ঘণ্টা বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। বৈঠকে অংশীজনের মতামত ছাড়া অধ্যাদেশের খসড়া পাস করায় নিন্দা জানানো হয়েছে। অধ্যাদেশে কি উল্লেখ করা হয়েছে-তা জনসম্মুখে প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে অস্তিত্ব সংকট উপলব্ধি করে দুই সংগঠনের অ্যাসোসিয়েশন বিশেষ জরুরি সভার (ইজিএম) আয়োজন করেছে। সেখান থেকে অবিলম্বে এই খসড়া বাতিল ও এনবিআর বিলুপ্ত না করার দাবি জানানো হয়েছে। অংশীজন হিসেবে সংবাদ সম্মেলনে একই দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। রাজস্ব আদায়ের বড় চ্যালেঞ্জ থাকলেও খসড়া অধ্যাদেশের অনুমোদনের পর থেকে রাজস্ব আদায় মুখ থুবড়ে পড়েছে। কাজে মনোযোগ নেই রাজস্ব আদায়কারী কর্মকর্তাদের।