এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ বৈধতার রিট খারিজ

নতুন অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠন করার বৈধতা নিয়ে দায়ের করা রিট খারিজ করা হয়েছে। হাইকোর্ট বেঞ্চ, যেখানে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমান ছিলেন, রোববার (১০ আগস্ট) রিটটি উত্থাপিত না হওয়ায় তা খারিজ করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের জন্য ১২ মে একটি অধ্যাদেশ জারি করা হয়। এই অধ্যাদেশের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ ১৭ মে রিট করেন। আজ সেই রিট শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ৭৪ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত হয়।

আদালতে রিটের পক্ষে আইনজীবী জুয়েল আজাদ নিজেই শুনানিতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানিতে অংশ নেন, তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

হাইকোর্ট রিটটি উত্থাপিত না হওয়ায় খারিজ করেছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব জানিয়েছেন। তিনি বলেন, অর্থাৎ রিটটি খারিজ হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়—এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, যেখানে আদালতের হস্তক্ষেপ করা সমীচীন নয়। ওই অধ্যাদেশের বিরুদ্ধে জনস্বার্থে আবেদনকারী রিট করলেও তিনি সংক্ষুব্ধ হওয়ার যথাযথ কারণ উপস্থাপন করতে পারেননি। ফলে রিট খারিজ হওয়ায় দুটি পৃথক বিভাগ প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশ বলবৎ থাকবে।

রিট আবেদনকারী আইনজীবী জুয়েল আজাদ বলেন, আদালত রুল না দেয়ার অভিপ্রায় প্রকাশ করেন এবং তখন রিটটি উত্থাপন না করার পরামর্শ দেন। এর ফলে রিটটি উত্থাপিত হয়নি বলে আদালত তা খারিজ করে দিয়েছেন। ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ শিরোনামের ওই অধ্যাদেশে উল্লেখ আছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আদায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব সংগ্রহের প্রধান কাজ পরিচালনা করবে।

রিটের প্রার্থনায় বলা হয়, সংবিধানের ধারা ২৬, ৩১ ও ২৯(১) অনুচ্ছেদের আলোকে ওই অধ্যাদেশটি কেন সাংঘর্ষিক ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানাতে রুল চাওয়া হয়েছিল। রুল হলে তা বিচারাধীন অবস্থায় রাজস্ব ব্যবস্থাপনার পদ্ধতি সংস্কারের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর (দলগত) প্রস্তাব বিবাদীদের কাছে জমা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল। এছাড়া রুল বিচারাধীন অবস্থায় ওই অধ্যাদেশের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছিল। রিটে আইনসচিব ও অর্থসচিবকে বিবাদী করা হয়েছিল।

** যে কারণে এনবিআর বিলুপ্তি করল সরকার
** এনবিআর বিলুপ্তিতে রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা
** এনবিআরের দুই শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** কমপ্লিট শাটডাউন চলছে, অবরুদ্ধ এনবিআর
** আলোচনা প্রত্যাখ্যান, মার্চ-টু-এনবিআর ঘোষণা
** এনবিআর সংস্কার সমন্বয় করতে ছয় সদস্যের কমিটি
** সমঝোতায় এনবিআর, কর্মসূচি স্থগিত হচ্ছে!
** এনবিআর সংস্কার: আলোচনায় রাজি অর্থ উপদেষ্টা
** এনবিআর অচলাবস্থা, সমাধানে সরকারের তৎপরতা
** কোন আন্তর্জাতিক মডেলে এনবিআর সংস্কার?
** সংস্কার চায় কর আইনজীবীরা, বিলুপ্তি নয়
** বিলুপ্তিতে আপত্তি, খসড়া অধ্যাদেশ বাতিলে অনড়
** আন্দোলনকারী আরও শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** রাজস্ব সংস্কার কী চাই, কেন চাই
** কর্মবিরতি প্রত্যাহার, চেয়ারম্যানের অপসারণে অনড়
** অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখান, কর্মসূচি চলবে
** চেয়ারম্যানের অপসারণসহ ‘অসহযোগ’ কর্মসূচি
** অধ্যাদেশ বাতিল না হলে কলম বিরতি চলমান থাকবে
** কর-কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশনে গণপদত্যাগ
** চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত
** আন্দোলনে যাচ্ছেন আয়কর, ভ্যাট ও কাস্টমস কর্মকর্তারা
** ‘খসড়া অধ্যাদেশ’ বাতিলসহ চার দাবি কর ক্যাডারদের
** কর্মকর্তা-কর্মচারীরা অনড়, সরকার হার্ডলাইনে
** অর্থ উপদেষ্টার ৬-৭ মিনিট-ই ‘আগুন ধরলো’
** কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!