জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বি-ভাগকরণ নিয়ে যে ভুল বোঝাবুঝি ছিল, তা দূর হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, এনবিআরকে যেভাবে দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে, সেই কাঠামোই বহাল থাকবে। মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এনবিআর পৃথক করার বিষয়টি নিয়ে গেজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘আমরা ২ জুন বাজেট দেব এবং তারপর এই বিষয়ে কাজ শুরু হবে। এনবিআর পৃথক করার প্রক্রিয়া এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে এবং এ ব্যাপারে অনেক কাজ বাকি আছে। তখন আমরা দেখব, কতটুকু দাবি গ্রহণযোগ্য এবং কতটুকু নেওয়া সম্ভব। বাস্তবমুখী ইস্যুতে দেশের ও ব্যবসার স্বার্থে আমরা যা অনুমোদন দিয়েছি তা বজায় রাখব, তবে তাদের অন্যান্য বিষয়গুলো—চাই বিধি হোক বা যেভাবে হোক—সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’
এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের সঙ্গে ফর্মালি আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে।’ আজকের বৈঠক ফলপ্রসূ কিনা এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠক ফলপ্রসূ। আলাদা বিভাগ হিসেবে কাজ শুরু হবে কবে? এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, আগে গেজেট করতে হবে। গেজেটের আগেও অনেক কাজ আছে।
এ কাজ শেষ করতে কত সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব এটি সম্পন্ন করার চেষ্টা করছি।’ কর্মকর্তারা সন্তুষ্ট কিনা এবং আন্দোলন থেকে সরে আসবে কিনা জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা তাদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছি, তবে তারা কী বলেছে তা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়।’
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন এবং এখন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ বিষয়ে এনবিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হবে। বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান, অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।