এনবিআর চেয়ারম্যানের দপ্তর ঘেরাও

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের দপ্তর ঘেরাও করেছেন সহস্রাধিক কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তা। বুধবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত তাদের এনবিআর চেয়ারম্যানের দপ্তর ঘেরাও করে অবস্থান করতে দেখা গেছে।এর আগে সকাল থেকে প্রায় সহস্রাধিক কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তা রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগ পৃথকের খসড়া অধ্যাদেশ সংশোধনের দাবিতে এনবিআরের চেয়ারম্যানের দপ্তরের সামনে জড়ো হন। রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগ গঠনে ‘গোপন অধ্যাদেশ’ ঠেকাতে তীব্র আন্দোলনের ডাক‌ও দিয়েছেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, খসড়া অধ্যাদেশে এনবিআরকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রস্তাব এবং রাজস্ব ক্যাডারের বাইরে থেকে নীতিনির্ধারণী পদে নিয়োগের বিধান রয়েছে, যা তাদের দীর্ঘদিনের স্বার্থ ও অবদানের অবমূল্যায়ন। এতে করে কাস্টমস হাউস, কর দপ্তর, বন্দর, বন্ড, আমদানি-রপ্তানি, এমনকি সামগ্রিক অর্থনীতি অচল হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে।

এর আগে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথক করার খসড়া অধ্যাদেশ নিয়ে অসন্তোষ শুরু হয়। ট্যাক্স ও কাস্টমস কর্মকর্তাদের অভিযোগ, যেভাবে খসড়া তৈরি করা হয়েছে, তাতে রাজস্ব নীতির নিয়ন্ত্রণ কার্যত প্রশাসন ক্যাডারদের হাতেই চলে যাচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!