জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কর্মকর্তারা হলেন-এনবিআরের সদস্য (শুল্ক নীতি ও আইসিটি) হোসেন আহমদ, সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) মো. আলমগীর হোসেন, সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আব্দুর রউফ ও কর কমশিনার (চলতি দায়িত্ব-মূল পদ অতিরিক্ত কর কমিশনার) মো. শব্বির আহমদ। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে হওয়ায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের অবসরে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়ার কথা বিবেচনা করেছে। সেজন্য সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। এসব কর্মকর্তা নিয়ম অনুযায়ী অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২৮ ও ২৯ জুন এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতেু চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত ও রাজস্ব ক্ষতি করায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে। তাদের মধ্যে এনবিআরের দুজন সদস্য আছেন। যার মধ্যে একজনকে আজ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরও আছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারও।
সূত্রমতে, এনবিআর বিলুপ্ত করে মে মাসে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর শুরু হওয়া আন্দোলনের শেষ দিকে এনবিআরের সব সদস্যও যোগ দেন। তখন অবসরে পাঠানো আয়কর বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন এবং কাস্টমসের দুই সদস্য মো. হোসেন আহমদ ও ড. মো. আব্দুর রউফও যুক্ত হয়েছিলেন। অপরদিকে, কমিশনার মো. শব্বির আহমেদকে আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে দেখা যায়। এনবিআরে সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন দেশে কীভাবে রাজস্ব আদায়ের কাজ চলে তা নিয়ে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতে দেখা যায়।
** চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত
** শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার