এক সপ্তাহে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। ফলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এ ভাইরাসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১৩৫ জনে। রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ৫৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা যাওয়া তিনজনের একজন করে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগে। এদিকে এক দিনে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১২৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৯৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা বিভাগে ৮৫ জন করে মোট ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, রাজশাহীতে ৫৫ জন, খুলনায় ৩২ জন, ময়মনসিংহে ১৭ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বাধিক ৬৮ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশাল বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৫ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫২২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করছে। এ সময়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয় ২০২৩ সালে, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

** আগস্টে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু
** ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, ৪৪৮ আক্রান্ত
**করোনা-ডেঙ্গুর ভিড়ে চিকুনগুনিয়ার হুমকি
**ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ মৃত্যু, আক্রান্ত ১৫৯
**ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৩৫২ জন আক্রান্ত, মৃত্যু ১
**ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই, ভর্তি ৪০ হাজার
**দেশে এই প্রথম ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা
**ডেঙ্গু প্রতিরোধে করণীয়
**জুলাইয়ে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!