এক ক্লিকে উৎপাদক প্রতিষ্ঠান দিতে পারছে ভ্যাট রিটার্ন

উৎপাদক প্রতিষ্ঠানের নিজস্ব ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ভ্যাট সফটওয়্যার) সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে মূসক দাখিলপত্র জমা দেয়ার নতুন যুগের সূচনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইভাস সিস্টেমের সাথে নিবন্ধিত ভ্যাটদাতা উৎপাদক প্রতিষ্ঠানের নিজস্ব ইআরপি সিস্টেমের কানেক্টিভিটি স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে করদাতা প্রতিষ্ঠানের নিজস্ব সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে এক ক্লিকে দাখিলপত্র জমা দেয়ার ব্যবস্থা করেছে এনবিআর। সোমবার (৩০ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে কোন উৎপাদক প্রতিষ্ঠান নিজস্ব ইআরপি সিস্টেম হতে সরাসরি ভ্যাট রিটার্ন জমা দিতে পারতেন না। সম্প্রতি এনবিআর প্রাথমিকভাবে দুইটি প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব ইআরপি সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট রিটার্ন দাখিলের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে।

উল্লেখ্য, উৎপাদক প্রতিষ্ঠানের ইআরপি বলতে একটি উৎপাদনকারী কোম্পানির জন্য ব্যবহৃত এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যারকে বোঝায়। এই সফটওয়্যারটি সাধারণত একটি কোম্পানির বিভিন্ন বিভাগ, যেমন-উৎপাদন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ক্রয়, বিক্রয়, হিসাবরক্ষণ, মানব সম্পদ ইত্যাদি বিভাগকে একটি সমন্বিত পদ্ধতিতে পরিচালনা করতে সাহায্য করে। এর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া স্বয়ংক্রিয় ও দক্ষ করা যায়, এবং সামগ্রিকভাবে একটি কোম্পানির কার্যকারিতা বৃদ্ধি করা সম্ভব।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ইআরপি সফটওয়ারের সাথে এনবিআরের আইভাস সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি এক ক্লিকে আইভাস সিস্টেমে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারছেন। এ লক্ষ্যে ভ্যাট আইনে সিস্টেম অটোমেশনের প্রয়োজনীয় বিধান সংযোজন করা হয়েছে। আইভাসের মাধ্যমে করদাতারা দীর্ঘদিন ধরে অনলাইনে নিবন্ধন, রিটার্ন দাখিলসহ নানাবিধ সেবা গ্রহণ করে আসছেন। ভ্যাট ব্যবস্থা অধিকতর সহজীকরণ এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা আনার উদ্দেশ্যে ভ্যাটদাতার ব্যবহৃত নিজস্ব ভ্যাট সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যারকে এনবিআরের আইভাস সাথে ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি এক ক্লিকে রিটার্ন দাখিল করার এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এনবিআর বলছে, বর্তমানে ভ্যাটদাতাদের ব্যবহৃত ভ্যাট সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যারে মূসক ৯.১ অর্থাৎ ভ্যাট রিটার্ন প্রস্তুত করার পর পুনরায় এনবিআরের আইভাস সিস্টেমে এন্ট্রি করে রিটার্নে সব তথ্য এন্ট্রি দিয়ে দাখিল করতে হয় যা সময় সাপেক্ষ এবং এতে সিস্টেমের গতি কমে যায়। ভ্যাট সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যারের সাথে আইভাস সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে নতুন করে আইভাস সিস্টেমে প্রবেশ করে ভ্যাট রিটার্ন দাখিলের প্রয়োজন হবে না। ফলে শ্রম ও সময় সাশ্রয়সহ রিটার্ন দাখিল ঝামেলামুক্ত হবে। প্রতি মাসে ১০-১৫ তারিখের মধ্যে আইভাস সিস্টেমে করদাতারা একযোগে প্রবেশ করে রিটার্ন প্রস্তুতের ফলে আইভাস সিস্টেমে বেশি লোড পড়ার কারণে সিস্টেম ধীর হবার সমস্যা বহুলাংশে হ্রাস পাবে। করদাতাদের ভোগান্তি লাঘবসহ দাখিলপত্র দ্রুত পেশ করা যাবে, ব্যয় সাশ্রয় হবে।

এনবিআরের নিজস্ব জনবল দিয়ে এই প্রযুক্তিগত কাজ সম্পাদন করা হচ্ছে। এপ্রিল কর মেয়াদ থেকে প্রাথমিকভাবে বৃহৎ করদাতা ইউনিট (মূসক) এর অধিক্ষেত্রাধীন সেভেন রিং সিমেন্ট এবং কাস্টসম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা এর অধিক্ষেত্রাধীন সিয়াম বাংলা সিমেন্ট নামীয় দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ পদ্ধতি চালু করা হয়েছে। ভ্যাট সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যার থেকে সরাসরি আইভাস সিস্টেমে রিটার্ন দাখিল করা হলে পরিপালন ব্যয় কমবে এবং স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত হবে। ১ এপ্রিল থেকে এই দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ পদ্ধতি চালু করা হয়েছে। পদ্ধতিটি সফল হলে তা ব্যাপকভাবে প্রবর্তন করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!