পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে একীভূত হতে যাচ্ছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ উদ্যোগের ফলে ওয়ালটন হাই-টেকের প্রোডাক্ট লাইনে যুক্ত হবে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, পিসিবি ও ইলেকট্রিক বাইকের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর অসংখ্য নতুন পণ্য। এতে কোম্পানিটির ব্যবসায়িক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, বাজার পরিধি বিস্তৃত হবে এবং পরিচালন ব্যয় কমে আসবে। পাশাপাশি দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্প আরও সমৃদ্ধ হবে। এতে হাই-টেক ও ডিজিটাল পণ্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা ঘটবে।
একীভূতকরণের উদ্দেশ্যে ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪৬তম পরিচালনা পর্ষদ সভায় একীভূতকরণ (মার্জার) সংক্রান্ত এমওইউ অনুমোদিত হয়েছে। ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), ইলেকট্রিক বাইকসহ ১২৩ ধরনের হাই-টেক পণ্য ও এক্সেসরিজ উৎপাদন ও বাজারজাত করে আসছে। এটি বাংলাদেশের একমাত্র মোবাইল ফোন ও পিসিবি উৎপাদনকারী কারখানা স্থাপন করেছে। দেশের ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তিপণ্য পৌঁছে দিয়ে ওয়ালটন ডিজি-টেক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে ওয়ালটন ডিজি-টেকের পেইড-আপ ক্যাপিটাল ছিলো ত্রিশ কোটি টাকা, নিট রাজস্ব এক হাজার একশত নয় কোটি পঞ্চানব্বই লক্ষ এক হাজার একশত ছয় টাকা এবং কর পরবর্তী মুনাফা এক কোটি একাশি লক্ষ চারশত তেইশ হাজার ছয়শত চল্লিশ টাকা। একই সময়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পেইড-আপ ক্যাপিটাল ছিলো তিন হাজার দুইশো নয় কোটি তেইশ লাখ ত্রিশ হাজার চারশত ত্রিশ টাকা, নিট রাজস্ব পঁঁচাত্তর হাজার একশত এক বিশ কোটি পঁচাশি লাখ চৌদ্দ হাজার ছয়শত ষোল দশমিক চার তিন টাকা এবং কর পরবর্তী মুনাফা এক হাজার তিনশো পঁচাসট্টি কোটি দুই লাখ পঁঁচানব্বই হাজার তিনশত সাতুশত সাতাশ দশমিক আট তিন টাকা। ওয়ালটন হাই-টেক বিভিন্ন হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেমন রেফ্রিজারেটর, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, এলিভেটর, ফ্যান, ক্যাবল ও ওয়াশিং মেশিন উৎপাদন, বাজারজাত ও রপ্তানি করে।
একীভূতকরণ প্রসঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) বলেছেন, ওয়ালটন ডিজি-টেক দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে গুণমানসম্মত উচ্চ প্রযুক্তিসম্পন্ন আইটি পণ্য সরবরাহের মাধ্যমে ওয়ালটন ডিজি-টেক ব্যাপক সুনাম অর্জন করেছে। এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্যোগে তিনি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদের সকল সদস্য, সাধারণ বিনিয়োগকারী এবং অগণিত ক্রেতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একীভূতকরণের ফলে ওয়ালটন হাই-টেকের ব্যবসা আরও সম্প্রসারিত হবে এবং বিনিয়োগকারীগণ আরও বেশি লাভবান হবেন।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী বলেন, পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি শুরু থেকেই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সকল ধরনের কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনা করছে। এর ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ওয়ালটন হাই-টেক। মৌলভিত্তিসম্পন্ন এই প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হওয়ার মাধ্যমে ওয়ালটন হাই-টেক আরও সমৃদ্ধ হবে এবং ব্যবসা আরও সম্প্রসারিত হবে।