পাঁচ ব্যাংক একীভূতকরণের পক্ষে নিজেদের সমর্থন দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সঙ্গে বৈঠক এ তথ্য জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঁচটি ব্যাংকের সঙ্গে ধারাবাহিক বৈঠকের আজ তৃতীয় দিন। এর আগে রোববার এক্সিম এবং সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা স্থগিত হয়। আগামীকাল বুধবার ইউনিয়ন এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন বৈঠকের সময় পরে কেন্দ্রীয় ব্যাংক জানাবে।
বৈঠক শেষে আবদুল মান্নান বলেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। তিনি আরও জানান, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে এস আলম বেনামে ৩৮ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে। নিজের নামে অর্থ নেওয়ার সুযোগ না থাকায় বেনামি ঋণ নেওয়া হয়েছে এবং এই টাকা আদায় না হওয়ায় ব্যাংক এতো বিপর্যয়ে পড়েছে।
** পাঁচ ইসলামী ব্যাংক মিলে হচ্ছে এক ব্যাংক: গভর্নর
** পাঁচ ব্যাংক মিলে এক ব্যাংক, জুলাই-অক্টোবরে একীভূত
** ব্যর্থ ব্যাংক অবসায়নে ‘ব্রিজ ব্যাংক’