একাধিক স্ত্রীর নাম যুক্ত করা যাবে এনআইডিতে

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাক নাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) সোমবার (১০ মার্চ) এনআইডি অনুবিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনেকের একাধিক ডাক নাম থাকে। অনেকের আবার একাধিক স্ত্রীও থাকে। এগুলোর সমাধানও করতে পারছি না। এজন্য এটা নিয়ে বসেছিলাম। এছাড়া একটা খসড়াও করেছি। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাক নামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে।’

তিনি আরও বলেন, ‘অনেকের একাধিক স্ত্রীও থাকেন। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারও থাকে, তার নামটা আগেই সংরক্ষণ করে নিই, তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!