বিজনেস বার্তা প্রতিবেদক: ঈদের ছুটিতে মঙ্গলবার (২৭ জুন) ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। আর ঢাকায় প্রবেশ করেছেন ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন মোবাইল সিম ব্যবহারকারী। বুধবার (২৮ জুন) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ তথ্য শেয়ার করেছেন।
যাতে বলা হয়েছে, ২৭ জুন মঙ্গলবার চার বেসরকারি মেবাইল অপারেটরের সিম ব্যবহারকারী ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন ঢাকা ছেড়েছেন। আর ঢাকায় প্রবেশ করেছেন ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন সিম ব্যবহারকারী। এর মধ্যে গ্রামীণফোন সিম ব্যবহারকারী ২ লাখ ৩০ হাজার ৮৮৬ জন ঢাকা ছেড়েছেন; আর ঢাকায় প্রবেশ করেছেন ১ লাখ ২৭ হাজার ৫৯৬ জন। রবি সিম ব্যবহারকারী ৬ লাখ ১০ হাজার ৬৪১ জন ঢাকা ছেড়েছেন; প্রবেশ করেছেন ১ লাখ ২৩ হাজার ৯৯৩ জন। বাংলালিংক সিম ব্যবহারকারী ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ঢাকা ছেড়েছেন; প্রবেশ করেছেন ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬ জন। টেলিটক সিম ব্যবহারকারী ১ লাখ ৮ হাজার ৩১০ জন ঢাকা ছেড়েছেন; প্রবেশ করেছেন ৬৭ হাজার ৪১৮ জন।
অপরদিকে, দেশে মোবাইল সিমের ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটি এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি। ১ জুন সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। তিনি বলেন, সরকার চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করছে। সেগুলো হলো সংযোগ, দক্ষ মানবসম্পদ, ই-গভর্নমেন্ট এবং আইসিটি শিল্পের প্রসার।