ডলারের বিনিময় হার আরও নমনীয় করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ঋণ চুক্তির দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে সম্মত হয়েছে সংস্থাটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামী বুধবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আইএমএফের সঙ্গে ডলারের বিনিময় হার নিয়ে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এর ফলে জুনের মধ্যে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির দুটি কিস্তি একসঙ্গে ছাড় করবে আইএমএফ। এর মধ্যে বাংলাদেশ পাবে ১৩০ কোটি ডলার। এই সমঝোতার আওতায় ‘ক্রলিং পেগ’ নীতিতে আরও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রতি ডলারের মূল্য ১১৯ টাকা হলেও, এই দাম থেকে আড়াই শতাংশ কম কিংবা বেশি হওয়া সম্ভব, যার মানে হলো প্রতি ডলারের সর্বোচ্চ মূল্য হতে পারে ১২৩ টাকা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘জুনের মধ্যে আমরা আইএমএফের কিস্তি পাবো। আইএমএফ বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার শর্ত রেখেছিল, যা নিয়ে আমরা দরকষাকষি করেছি। দীর্ঘ আলোচনা শেষে দুই পক্ষই একমত হয়েছে। গভর্নর আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন।’ তিনি আরও বলেন, ‘যদি আইএমএফের কিস্তি আটকে যেত, তাহলে বিশ্বব্যাংক, এডিবিসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছে নেতিবাচক বার্তা যেত। তাই দেশের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এই সমঝোতায় এসেছে।’