ঈদের ছুটিতে খোলা কাস্টম হাউস-শুল্ক স্টেশন

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে, ফলে সরকারি ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে। তবে ঈদের দিন এসব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক নির্দেশনার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২০ মে) এনবিআরের কাস্টমস ও নীতি শাখার দ্বিতীয় সচিব মুকিতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য যাতে নিরবচ্ছিন্ন থাকে, সে জন্য সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশে আগামী ৬ বা ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। তবে এই ছুটির মধ্যেও কাস্টম হাউসগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!