ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে অপসারণ

অনিয়ম ও জালিয়াতিতে সম্পৃক্ততার অভিযোগে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করা হয়েছে। এর আগে গত ৬ এপ্রিল ব্যাংকের পর্ষদ তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। বিষয়টি ২১ মে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, সম্প্রতি ইসলামী ব্যাংকের অডিটে নানা অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মিলেছে, যেখানে মুহাম্মদ মুনিরুল মওলার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে পরিচালনা পর্ষদ তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকে অনুমোদনের জন্য চিঠি পাঠায়। পরে কেন্দ্রীয় ব্যাংক তাতে অনাপত্তি দেয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণের পাশাপাশি তার অনিয়ম ও জালিয়াতির সংশ্লিষ্ট নথিপত্র দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ পাঠানো হয়েছে। এখন দুদক নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এবং চেয়ারম্যান পদে সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদকে নিয়োগ দেয়। ২০১৭ সাল থেকে ব্যাংকটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বিভিন্ন কৌশলে এই ব্যাংক থেকে ৯১ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সরকার পতনের পর ব্যাংকটির অধিকাংশ পর্ষদ সদস্য ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আত্মগোপনে চলে গেলেও অদ্ভুতভাবে তখনও পদে বহাল ছিলেন মুহাম্মদ মুনিরুল মওলা। নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের অনিয়ম অনুসন্ধানে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়।

**‘বাই মুরাবাহা প্লেজ’ ঋণের নামে ১৯,৩৪৯ কোটি টাকা লোপাট

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!