ইনটেকে আলাদিনের দৈত্য, ১৮ দিনে শেয়ারের দাম দ্বিগুণ

দেশের শেয়ারবাজারে দুর্বল আর্থিক ভিত্তির প্রতিষ্ঠান ইনটেক লিমিটেড যেন রূপকথার ‘আলাদিনের চেরাগে’ পরিণত হয়েছে। মাত্র ১৮ দিনে কোম্পানির শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় ডিএসই বিনিয়োগকারীদের বারবার সতর্ক করেছে। তবুও শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা থামেনি, বরং আরও বেড়েছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই কোম্পানিটির শেয়ারের দাম প্রতিদিন সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।

এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে শেয়ারটি পছন্দের শীর্ষে থাকায় গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই প্রতিদিন সর্বোচ্চ দামে বিপুল পরিমাণ কেনার আদেশ জমা পড়ে। বিপরীতে বিক্রির আদেশ একেবারেই না থাকায় এক সপ্তাহেই শেয়ারের দাম বেড়েছে ৬০ শতাংশের বেশি। ফলে স্বাভাবিকভাবেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় শীর্ষস্থান দখল করেছে কোম্পানিটি।

গত সপ্তাহের লেনদেনের শুরুতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৮ টাকা ২০ পয়সা। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়ায় ৪৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ এক সপ্তাহে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা বা ৬০ দশমিক ৬৪ শতাংশ। এতে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ারের মূল্য বেড়েছে ৫৩ কোটি ৫৫ লাখ ৯২ হাজার টাকা। শেয়ারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে গত ১৭ আগস্ট থেকে। ওইদিন প্রতিটি শেয়ারের দাম ছিল ২০ টাকা ৯০ পয়সা। অর্থাৎ ১৮ দিনে শেয়ারের দাম বেড়েছে ২৪ টাকা ৪০ পয়সা বা ১১৬ দশমিক ৭৫ শতাংশ।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটি লোকসানে রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ তিন মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আবার ২০২৪ সালের জুন থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২৯ পয়সা। লোকসানে থাকা সত্ত্বেও শেয়ারের দাম দ্রুত বাড়তে থাকায় ডিএসই ২৬ আগস্ট, ৩ ও ৪ সেপ্টেম্বর বিনিয়োগকারীদের সতর্কবার্তা দিয়েছে। ডিএসই জানায়, শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে কোম্পানিকে নোটিশ দেওয়া হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়—এ বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

কোম্পানিটির লভ্যাংশ প্রদানের ইতিহাসও সন্তোষজনক নয়। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি মাত্র ০.২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২৩ ও ২০২২ সালে কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি। তবে ২০২০ সালে কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!