ইআরএফের সভাপতি মালা, সম্পাদক কাশেম

অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৪-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে অন্য সদস্য ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। দৌলত আক্তার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেফায়েত উল্লাহ ৮২ ভোট পেয়েছেন। ১০০ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিটি এডিটর মো. আশরাফুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭১ টেলিভিশনের বিজনেস এডিটর কাজী মোহাম্মদ আজিজুল হক ৭৫ ভোট পেয়েছেন।
471723273 3965965990216346 6626372525681400367 n
সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের–এর সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসীর ১২৬ ভোট ও অর্থ সম্পাদক পদে দৈনিক বর্তমান–এর সিনিয়র রিপোর্টার মো. আমিনুল ইসলাম ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং প্রশিক্ষণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সকাল সন্ধ্যার সিনিয়র রিপোর্টার শেখ শাফায়াত হোসেন।

এ ছাড়া চার সদস্য পদে নিউ এইজের বিশেষ প্রতিনিধি এএসএম মঈনুল হক, জাগো নিউজ–এর চিফ রিপোর্টার ইব্রাহিম হোসাইন অভি, আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন ও কায়েস মোহাম্মদ সোহেল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এএসএম মঈনুল হক। তিনি পেয়েছেন ১২৭ ভোট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!