আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৯ম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপনে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। তিনি আরও জানান, এ বিষয়ে গত শনিবার আইন উপদেষ্টা আসিফ নজরুল বিস্তারিত বক্তব্য দিয়েছেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রণীত আইন বাস্তবায়নের দায়িত্ব সরকারের। আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ঝটিকা মিছিল ও রাতের বেলায় শোভাযাত্রা করছে — এক্ষেত্রে আপনাদের কার্যক্রম কী হবে? জবাবে তিনি বলেন, এমন অবস্থায় আপনারা যদি আগে থেকে আমাদের জানিয়ে দেন, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য পেলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।