আহসান গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঋণখেলাপি মামলা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের করা দুটি ঋণখেলাপি মামলায় আহসান গ্রুপের চেয়ারম্যান শহিদুল আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। শহিদুল আহসান মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তাঁর দুটি প্রতিষ্ঠানের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৯৯ কোটি টাকা পাওনা রয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতিঝিল শাখা থেকে আহসান গ্রুপের দুটি প্রতিষ্ঠান, এ জি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স ঋণ নেয়। দীর্ঘদিন ঋণ শোধ না করায় এগুলো খেলাপি হয়ে পড়ে এবং ২০২২ সালে ঋণ দুটি পুনঃ তফসিল করা হয়। বর্তমানে দুটি প্রতিষ্ঠানের ঋণের স্থিতি যথাক্রমে ১৬৬ কোটি ও ১৩৩ কোটি টাকা।

Ahsan Group
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সাইফুল আলম (এস আলম) ও তাঁর ঘনিষ্ঠদের সরিয়ে একটি স্বতন্ত্র পর্ষদ গঠন করে। এরপর ঋণ আদায়ের জন্য ব্যাংক যোগাযোগ করলেও গ্রাহক কোনো সহযোগিতা করেননি। এর ফলে ব্যাংকের নতুন পর্ষদ এ জি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা দায়ের করে। এই মামলায় ১৮ ফেব্রুয়ারি শহিদুল আহসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ঋণ দুটি খেলাপি হয়ে পড়েছে। তারা পুনঃ তফসিল করার জন্য চিঠি পাঠিয়েছিল, কিন্তু তার পর আর কোনো যোগাযোগ করেনি। আমরা তাদের পাচ্ছি না, তাই মামলা করা হয়েছে এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!