জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, দেশে আবারও এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। শুক্রবার (২৩ মে) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে একটি স্বাধীন ও সার্বভৌম ব্যবস্থার পথে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, অতীতে বারবার বাংলাদেশকে বিভাজনের চেষ্টা করা হয়েছে, জাতীয় ঐক্যকে ধ্বংস করা হয়েছে—দেশকে দুর্বল রাখার উদ্দেশ্যে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আবারও দিল্লি থেকে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে—দেশে অস্থিরতা সৃষ্টি ও বিভাজন ঘটানোর জন্য। গণতান্ত্রিক রূপান্তরের পথ রুদ্ধ করে নতুন করে আরেকটি এক-এগারোর পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে।
তিনি লেখেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। ড. ইউনূসকে জনগণকে দেয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। উনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সব সমস্যার সমাধান করতে হবে।
জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করতে হবে। ঘোষিত সময়সূচির মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ রচনা করা হবে। একই সঙ্গে, জুলাই মাসের গণহত্যার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে এবং সেই বিচারের একটি পরিষ্কার রোডম্যাপ তুলে ধরতে হবে। নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসঙ্গে আয়োজন করতে হবে।